কুরবানী কর আল্লাহর নামে
বিধাতার ফরমান
শিরধার্য্য হল নবীর সপ্ন
তিনশত উট করিলেন কুরবান।
কবুল হলনা কুরবানী,
স্বপ্নাদেশ এল ফের ইব্রাহিমে,
প্রিয় বস্তুকে কুরবানী কর,
তোমার প্রভুর নামে।
ঘুম থেকে জাগি ভাবিলেন নবী,
একমাএ সন্তান ইসমাইলের চেয়ে,
প্রিয় নাহি কিছু আর।
স্রষ্টারে খুশি করিব এবার,
কুরবানী দিয়ে তার।
ইসমাইলের ত্যাগের বিনিময়
পেলাম আমরা কুরবানী উপহার।
পিতা পুএর জীবন উৎসর্গ ত্যাগ তিতিক্ষা,
চির স্বরনীয় আজ।
জনম ধরিয়া তাহার সাক্ষী দিবে,
মুসলিম সমাজ।
আজি মোরা আল্লাহর রাহে কুরবানী করি,
হৃদয় আবেগ ভরি।
জাতির পিতা ইব্রাহিমের
স্মৃতি স্বরন করি।