রোজ দুপুরে নাইতে নামে,
ছেলে মেয়ের দল।
শাওন মাসে পুকুর ঘাটে,
উপচে পড়ে জল।
পালিয়ে গিয়ে নামবে জলে,
কাটবে সাঁতার রোজ।
ক্লাস থেকে ফিরলে ওদের
যায়না পাওয়া খোঁজ।
কাপড় দিয়ে বেলুন বানায়
ভেসে করে খেলা।
আনন্দে যে কাটে ওদের
নিত্য দুপুর বেলা।
মাঝে মাঝে কঠোর কণ্ঠে
মায়ের হুশিয়ারি
পড়বে ধোলাই আজ যদি
না উঠিস তাড়াতাড়ি।
দশ মিনিটের বেশি যদি
এক মিনিট ও হয়
সোনার চান বুঝবি তখন
মজা কারে কয়।
কে শোনে কার দশ মিনিট,
ডুবায় দুপুর ভর।
হয়না সোজা যতক্ষনে
না আসবে জ্বর।