আলোকিত রাতি!তুমি বলনা আমায়
এমন নিবিড় আলো কে দিল তোমায়?
রূপের চাঁদর যেন বিছিয়ে ধরায়
চাঁদ মামা হেসে হেসে জোছনা ছড়ায়।
মধু মাখা যাদু মাখা মায়াবি রাতে
নির্জনে বসি একা ভাবি নিরালাতে
খোদার করূনা দেখে হৃদয় ভরায়
চাঁদ মামা হেসে হেসে জোছনা ছড়ায়।
গাছ পালা ঝোপ ঝাড় লতা পাতা
রূপালি সে রঙ যেন মেলেছে ছাতা
সাগর জলেও সে মায়া জড়ায়
চাঁদ মামা হেসে হেসে জোছনা ছড়ায়।
মাঠ ঘাট বিল ঝিল আছে যত
সে আলো দেখায় যেন রোদের মত
এ সব দেখে দেখে রাতরি গড়ায়
চাঁদ মামা হেসে হেসে জোছনা ছড়ায়।
চাঁদনি রাতে মন ঘরে নাহি রয়
মনটা তখন যেন সুদুরে হারায়
আকাশের তারা গুলি বড় অসহায়
চাঁদ মামা হেসে হেসে জোছনা ছড়ায়।