রোজ বিকালে খেলতে আসে
দল বেঁধে আঙিনায়।
শিশু কিশোরের হৈ চৈ দিয়ে
দুটি কান ভরে যায়।
উঠানটি মোর খুবই ছোট তাই,
বৌ-ছি খেলা যে দায়।
ছোয়া খেলে ভিষন ঝগড়া ঝাঁটি
কেউ রেগে চলে যায়।
হরেক জনের কাছে থেকে দেখি
হরেক রকম খেলা।
দেখে দেখে মোর বিকাল গড়ায়,
ফুড়িঁয়ে আসে বেলা।