জীবনের কত  রং কত পথ ফেলে
কত দূর এসেছি আজি কত বাঁধা ঠেলে।
তাকালে পিছন ফিরে,মনে পরে ধীরে ধীরে
স্মৃতির সাগরে মন হয় অচেতন
কখনো ব্যথা লাগে,কখনো খুশি জাগে
মন চায় ফিরে যাই দিনে পুরাতন।
ছোট বড় ভুল যা-ই,সোধরায়ে আসি তাই
জীবন টা সাজাতে ফুলের মতন।
যত ভুল করুক তবু,কেউ কি পেরেছে কভু?
ফিরিয়ে আনতে পিছু দিন
যে দিন চলে গেছে,সে আজ থাকুক পাছে
বাকি দিন গুলি হোক খোদার রঙে রঙিন।
সবার জীবনে নানা রং রূপ ধরে
নানা স্বাদ গন্ধে তা উপভোগ করে।
একই ভাবে যায়না কারো জীবন খানি
কভু সুখ অনাবিল কভু আসে গ্লানি।
দুঃখে কাঁদে বিদায়ে কাঁদে সুখেতে হাসে
নানা স্রোতে জীবনের ভেলা ভাসে।
জানা নাই জীবনের কত আছে বাকি।
আজকের লেখাটাও স্মৃতি করে রাখি।