রহমান রহিম তুমি পাক পরোয়ার
তোমার ধরাতে অামি বড় গুনাহগার
করিনি জোগাড় কিছু ওপারে নিবার
কোন মুখে দাড়াব সম্মুখে তোমার
তবু অাশা রহিয়াছে ক্ষমা পাইবার
সেই অাশা দিয়াছ তুমি গফফার
তব কাছে মোর অাছে কিছু চাহিবার
অন্তরে নুরের বাতি জ্বালিও অামার
স্বপনে নবীর দেখা দিও একবার
দিও তারে ভালবেসে মুমিন হবার
তোমার দুয়ারে এই মিনতি অামার
চির ক্ষমা দাও প্রভু মোর মা বাবার
সন্তানেরে দিও সৎ পথে চলিবার
মরণ যখন প্রভু দিবেই সবার
চাই মোরে খুলে দিও শহীদের দ্বার
অালোকিত করে দিও কবরের অাঁধার
সহজ করিও মোর ছুয়ালের ভার
তুমি ছাড়া কবরে কেউ নেই অামার
বিচারেতে ডাকিওনা বলে গুনাহগার
বেইজ্জতী করিওনা সম্মুখে সবার
নবীর সাফায়ত লিখ নসিবে অামার