আমি গ্রীষ্মের তপ্ত দুপুরে এক নিঃসঙ্গ পথিক_
গন্তব্য অজানা-শুধু হেটে চলেছি রাজপথ ধরে।


আমি বর্ষার প্লাবিত জলরাশির মাঝে মাঝিহিন তরীতে বসে_
জলস্রোত আর বাতাসের ইচ্ছায় চলেছি ভেসে।


আমি শরতের শুভ্র কাশফুল- যার উপমা প্রেমের শুরুতে_
ফুল শুঁকলে তার পরিণতি করুন- রুপান্তর হয় ঝারুতে।


আমি হেমন্তের নির্মল প্রকৃতি- মনের আঙিনা জুড়ে নতুন ফসল_
শিশির সিক্ত মেঠো পথ- কিশরির রাঙা চরণে নূপুরের নাচন।


আমি কনকনে শীতের রাতে শরীরে জড়ানো গরম চাঁদরে_
সকালের উষ্ণতায় যে মুল্যহীন-ছুড়ে ফেলে দেয় দূরে।


আমি বসন্তে ফোঁটা এক রক্তিম গোলাপ,  প্রেমিক কর্তৃক প্রেমিকাকে উৎসর্গকৃত_
যার গন্ধে প্রেমিকা প্রীত অথবা গন্ধ ফুরোলে করবে পদপ্লিষ্ট।।