কোন এক বিকেলের ঝাপসা আলোয়-
যদি দেখা হয় অজান্তে ,আকস্মিকভাবে;
অবাক হবে !
নাকি স্বাভাবিকভাবেই শুরু করবে আলাপন??
পুরোনো দিনের, পুরোনে স্মৃতি স্মরণ করে -
কষ্ট পাবে, অশ্রু ঝড়াবে, নাকি-
সব ভুলে বলবে, "কে আপনি,
চেনা, বড্ড চেনা লাগছে,
কোথায় যেন দেখেছি আপনাকে?"
কোন হাপিত্তেস না করে,কেবল বলবো-
"অচেনা মানুষ আমি,
চেনা শহরে ভুল করে এসেছি, মার্জনা করবেন।"
অতঃপর সব ভুলে নতুনে পা বাড়াবো,
না তুমি পিছু ডাকবে মনে করে সুখস্মৃতি,
না ঘুরে এসে বলবো "এত পাষাণ হলে কবে? "
রাতের আধারে পাড়ি জমাবো অনত্র,
বাস বাধবো মেঘালয়ের দেশে,
তুমি ভালো আছো ভেবেই কাটিয়ে দিবো-
খোটা আলখাল্লা জীবন।।