অনেক  বছর  হলো ,
গঙ্গা  তীরের  কংক্রিটের বেঞ্চ
নিচে  সাজানো  টালি,  গোছানো ,
টান টান  করে  বোনা বিনুনির মতো।
আর  তার  নিচে  রুক্ষ  মাটি
বাকশক্তিহীনা অহল্যা।
পিছন থেকে  কোলাহল কানে  আসে ,
মরা মানুষের  দল হেঁটে বেড়ায়
সোঁদা মাটির  খোঁজে  ঘ্র্রান  নিয়ে  বেড়ায়।


সামনে  খোলা নীল  আকাশ
তার নীলাভ  প্রতিলিপি টুকু  আঁকড়ে রেখে
ছুটে  চলা  নদী , প্রাণের  উচ্ছাস


সেই  বেঞ্চের  উপর তোর চোখে চোখ, হাতে হাত
ওষ্ঠাগ্রে অস্থির ইঙ্গিত
সিন্গ্ধ  বাতাসে  স্নানরতা  চুল  একটু  জিরিয়ে  নিচ্ছে  তোর  কপাল জুড়ে;


বানভাসি হয়েছি