ভাবলে কষ্টের বিড়ম্বনায় আছড়ে পড়ি......লেখার দম বন্ধ হতে চলে।
গত কয়েক শতাব্দীর খ্যাতিমান লেখকদের লেখা পাঠ করে অনুধাবন করলে। কিয়দাংশ ব্যতিত সকল লেখাই কাল্পনিকতায় ডুবুডুবু খায় ।
বাস্তবতায় মুক্তির পথ নাই ; সব শুধু পাঠক পটানো চালাকি।
যার দরুণ স্বাধীনতা অবহেলিত, সম্মান ভূলন্ঠিত, মুক্তির পথ আটকে গেছে অবাস্তবের তাড়নায়।
জীবন থেকে নেয়া কিছু আর নেই।
সবি জীবনের ৭২০ ডিগ্রি উপর থেকে চলছে। লেখার ধরণ পরিবর্তন প্রয়োজন তাই বলে এমন নয় যে বিবর্তন বাদ লেখায় আরোপ করতে হবে। যেন ডারউনের বিবর্তন বাদের মত বানর থেকে মানূষ তাই বানরের স্বভাব টা গেল না । তাহলে বোধহয়, নবীরা,পন্ডিতেরা, দেবতারা, সহ শেখসাদী, শেক্সপেয়ার, রবীন্দ্র, নজরুল সকলে বানরের বংশধর।
মতবাদ নয় মনটাকে পরিষ্কার করে জীবনের কথা বলতে না পারলে তার লেখা থেকে চিরতরে অবসর নেয়া উচিত।
(উপন্যাস রেডিওথেরাপি) লেখা চলছে এবং চলবে...