দ্যা ফেস্টিভ্যাল


একদিন এই ভেজা বাতাসের শহর ছেড়ে
সারি সারি জনতার ভীড় ছেড়ে
পালিয়ে যাবে এই উৎসবমুখর সন্ধ্যা;
ঈদ শেষ হবে
আনন্দ শেষ হবে
শেষ হবে আলগোছে প্রেমিকার ভালোবাসা।


এই যে চাঁদ আসমানে লেগে আছে শহস্র শতাব্দীকাল সেও চলে যাবে,
আমাদের ভালোবাসা বলে কিছুই রবেনা।
সোনালী ডানার চিল
শঙ্খনদী
আর বেজির পায়ের শব্দে জাগবেনা এই পৃথিবী;
মরে যাবো এই রকম কোন এক ভেজা বাতাস কিংবা ঝড় বাদলের রাতে।


তবু চলছে দেখো উৎসব,
লাল নীল বাতি
ল্যাম্পপোস্ট জলছে গণতান্ত্রিক অধিকার নিয়ে;
লাল হৃদয়ের মানুষগুলো জানান দিচ্ছে উৎসব এলো
আর রাতগুলো পার হয়ে যায় উৎসবের পরে।


(আংশিক)


©ওফা ইয়াদ
২১জুন২০১৭