স্থির হয়ে দাড়ালে মনের দেয়ালে হাত রেখে
অনুভুতিরা তীব্র আঘাত হেনে বলে তুই ছিলি এইখানে,
একদিন চাপা পড়া সব অনুভুতিরা মুক্ত হবে
তোর দহন জ্বালার চিৎকার শুনে।
নরকের নাম যদি ভালোবাসা হয়,
বেমালুম ভুলে গিয়ে মানুষের নাম
পাথরের বুকে রেখে যাবো সকল কষ্টকে পুজি করে।


(সংক্ষিপ্ত)