তোমরা ক’জনা সেটা ভেবো না
শুরু করাটাই জয়, তোমার জয়
যখন তোমার পদ চরণে চেয়ে থাকে নুপংশুক
তখন ধরত্রী ঘোর অনামিশায় অন্ধকারে হাসে
যখন প্রশাসনের কাছে অামি আশা করি
আমরা আশায় বুক বাঁধি, চেয়ে থাকি
তখন ওনারা দেয় জানোয়ারের মতন হাসি
আমি দাঁদ কটমটিয়ে রাগ সংবরণ করি
আর মৃদু স্বরে গালি দেই হারামজাদা, কুত্তার বাচ্চা
অনিশ্চিত পথের আমারও পথিক
দেশ চলে অদ্ভূত অভিষ্ট লক্ষ্যে
কখনো কখনো মনে হয়
বাহ তুমি আমি কি দারুণ পোষা প্রাণী
ওনারা যেমন চাই, যেমনটি বলছেন
তাই চুপিসারে সংবিধান হয়ে মাথায় নিচ্ছে জনগণ, বাড়ছে কর
বাড়ছে দেনা এ যেন পূর্ব পুরুষের পাওনা আমাদের করিতে হবে পরিমার্জনা
সবাই নির্বিকার, কথা বললেই গুম, হত্যার দায়
তারচেয়ে বরং শুধীজনের দেশে থেকে যাই নির্বিকার, নির্বোধ!