আমার আর চৌব্বিশ ঘন্টায় চলছে না
দিনটা যদি ত্রিশ বা তার অধিক হতো
তবে কিছুটা সময় পাওয়াই যেত।


দিন চলে যায় দিন দিন
কতো কাজ রয়ে যায়
কেন যে আমার হাতে সময় থাকে না
তোমাকে আর বলাও হয়না!


শুনেছি তোমাদের কথায় অনেক কিছু হয়
একবার কি ভেবে দেখবে হে মাননীয়া?
না হয় তোমায়ও দিলাম কিছুটা।


আমার আর ঝড়ে পড়ার কথা
শুনতে ভালো লাগেনা
ভালো লাগেনা অনাহারী মানুষের গল্প
যদি পারতাম তবে কিছুটা সময় ওদেরও দিতাম।


আমার আর চৌব্বিশ ঘন্টায় চলছে না!


শ্রমে ঘামে শরীর একাকার
আমিতো শ্রমই দিয়ে যাচ্ছি
তবু নাকি আমি শ্রমিক না!
আর ভেবে দেখ আমার দিদিদের কথা
কতো অবদান তাদের জাতীয় অর্জনে
তবুও আমরা ওদের সাথে খেলছি অবিরত
কঙ্কাল হয়ে পুড়ছে ওদের দেহ
তাজরিন আর রানা’রা হাসছে, অবিশ্বাস্য!


আমার আর চৌব্বিশ ঘন্টায় চলছে না!


কতো দীর্ঘ, কতো বিলাস বহুল অট্টালিকা
বানাচ্ছে এ হাত যুগল
আর নিজেরাই থাকছি কিনা
এখনো আস্তাকুঁড়ে, নরবরে ঘরে!


সত্যিই আমার আর চলছে না!


বেলা, অবেলার হিসেব
আমার আর ভালো লাগেনা
কাকে বলি ভালোবাসি
কার হাত ধরি
কার প্রণয়ের বাহুডোরে জুড়ি
তুফান ঝড়ে তুমুল কাঁপি
তবুও না প্র্রণয় সুখে ভাসি!


তাইতো আমার আর চলছে না!


আমিতো চেয়েছি
তোমার সাথে একটু আহ্লাদী আল্লাদ করতে
স্বপ্ন দেখতে, দেখাতে, সাজাতে, বাঁজাতে, মজাতে, হাসাতে
পেরেছি কি কিছু দিতে
বলো আমাদের মতো কেউ কি পারে?


07-08-2014
#ইস্পাহানি, রুপসা, খুলনা#