চেয়ে দেখ গাজা উপত্যকা
কে জেতে কে হারে
কাহারো কি আছে মাতা
আছে মানবের তরে মায়া, আদর, ভালোবাসা?
নিষ্পাপ শিশু, অসহায় বৃদ্ধ
আছে কিছু সুন্দর যুবক-রমণীও
কি দোষ ছিল ওদের
ইসরাইলি বুলেটে ঝলসে যাবে ওরা
পঙ্গু হবে বিশ্ব মানবতা।
ওরা বলে পুরো বিশ্বের বিবেক জাতিসংঘ
কি নিয়েছে পদক্ষেপ
তবে কিসের অভিবাবক
ভন্ডামি ছেরে এবার তোদেরই বিচার হোক।
আমি বেশ্যা, তবুও এক শান্তির মা
আমি পৃথিবীতে প্রথম পবিত্র ভূখন্ড
জেরুজালেমে উড়িয়েছি পতাকা
আমিই তো বিশ্ব মাতা
তবু কেন ইসরাইল বারে বারে
আমার বুকেই ফেলছে বোমা!
বলকান থেকে বাল্টিক
মক্কা থেকে কায়রো
জিব্রাল্টার থেকে কালো ঘোড়ার দেশ আফ্রিকা
প্রিয় জনের অসহায় আর্তনাদ
সুধী জনেরা কেন নির্বাক
তাইতো সকলে জানিয়েছে ধিক্কার
জাতিসংঘ কেন তুই হয়েছিস বিশ্ব মাতব্বর?
আমি শান্তি কামি
আমি অগ্নিস্নানে সমর সঙ্গমে
নৃত্য জীবন সাজাচ্ছি!
আমি মধ্য প্রাচ্যের রাণী
প্রিয় জননী
তাইতো শান্তির পতাকা হাতে
জীবন রেখেছি বাজি
তবেই তো আমি মধ্য মহাদেশ
স্বর্গীয় ভূমি মধ্যপ্রাচ্যের মাতামহী।
কেন আজ অশান্ত হবে
মধ্যপ্রাচ্যের মাতামহী
কিসের তরে ইসরাইলের পাগলামি
কেন অস্ত্রের ঝনঝনানি
শরনার্থী শিবিরে কেন মানুষের ভিড়
কেন মানুষ হবে ভিটে মাটি ঘর বিহীন
জবাব কি দিবি ইসরাইল?
আসছে ঘুরে দিন
পৃথিবীর বুকে আমিই জন্ম দিয়েছি কিছু বীর
এবার তোর ফুরাবে নিশ্চয় দিন
ঐ যে আসছে আমার মধ্যপ্রাচ্যের উদিত বীর।
‪#‎কল্যাণপুর‬,ঢাকা#
13-07-2014