কেমন আছিস তুই?
এখন কী আর আমার কথা মনে পড়ে তোর।
এখন কী তোর ইচ্ছে হয়
দুজনে মিলে টিএসসি, দোয়েল চত্বর, শাহবাগ,
ঘুরতে। মনে চায় তোর,
তোকে জড়িয়ে ধরে কপালে মিষ্টি চুমু দেই।
তুই কেমন আছিস?
জানিস, আমার ইচ্ছে হয়,
তোকে জড়িয়ে ধরে মিশে যেতে তোর মাঝে।
তোকে দেখতে ইচ্ছে হয়
লাল শাড়ি, কাপালে লাল টিপ,
খোঁপায় গোলাপ ফুল, মুখে লিপস্টিক
হাতে মেহেদি, যেন এক লাল পরী।
খুব ইচ্ছে হয় তোকে দেখতে
সেই-দিনের মতো।
তোর কী মনে পড়ে সেই দিনগুলো?
দুইয়ে মিলে এক হয়ে ঘুরে ছিলাম
বইমেলায়।
তুই একটি বই পছন্দ করে বলেছিলি
ভালোবেসে ভালো থেকো,
হ্যাঁ’রে তোকে ভালোবেসে ভালোই আছি,
যেমন পানি বিহীন বৃক্ষ বাঁচে
তেমনি বাঁচি।