শোনো হে রূপসী
তোমার ঐ আখি
আখিতে আমায় আঁকিও
এসে হে কাছে
মিশো আমাতে
তোমাকে চিনে নিও
এই হৃদয় ঘরে
রাখি তোমারে
তোমাতে আমায় দেখিও
ঝড়ে ভাঙে পাখির ঘর
তাই কী তারা হয় পর
প্রতিনিয়ত স্বপ্ন বাঁধে
একে অপরের সাথে
রাখিও যতনে
থেকো না আঁধারে
শত বাঁধাতে আঘাতে বাঁধিও
এসে হে কাছে
মিশো আমাতে
তোমাকে চিনে নিও