-কবি, প্রথম প্রেমের পর কি
আর ভালবাসা যায়?
-কি বললে? ভালবাসা?
ভালবাসার কি কোটা আছে কবিতা?
-না মানে, সত্যিকারের ভালবাসা
একের অধিক হয়?
-যা সত্যি না, তা ভালবাসা কি করে হয়?
আর ভালবাসলে তা মিথ্যে হবে কিভাবে?
-তাহলে যে লোকে বলে প্রথম প্রেমের মতো
অনুভূতি আর হয় না? লোকে কি তবে মিথ্যে বলে?
-কবিতা তুমি প্রথম কবে চাঁদ দেখেছিলে?
- মনে নেইতো! হবে খুব ছোট্টবেলায় মা এর কোলে বসে।
- এখনো কি চাঁদ দেখো?
-প্রতি পূর্ণিমা তে চাঁদের দিকে তাকিয়ে থাকি চাতক পাখির মতো!
-তুমি বৃষ্টি তে ভেজো কবিতা?
- কেন এই প্রশ্ন? তোমার সাথে ভিজতে গিয়ে
তোমার চেয়ে বেশি ভিজি, জানো না তুমি?
-কবিতা, তাহলে তুমি চাঁদ ভালবাসো?
আবার বৃষ্টিও? কিভাবে সম্ভব?
-ওমা! দু’টোর মধ্যে বিরোধ কোথায়?
চাঁদকে ভালবেসে পূর্ণিমা তে ভিজি,
আবার বর্ষায় ভালবাসার বৃষ্টিতে ভিজি।
-কবিতা, দেখলেতো ভালবাসায় বিরোধ নেই।
প্রতিটা ভালবাসা স্বাধীন, স্বতন্ত্র্য।
তাই যে ভালবাসতে পারে
সে অসংখ্যবার ভালবাসতে পারে।
কবিতা, একজনের ভালবাসা আরেকজনকে দেওয়া যায় না।