নীল অন্ধকার ছিন্ন করে
যেদিন প্রথম দেখেছিলাম আলো
ঝাপসা আলোর বন্যায় অচেনা মুখগুলি
আমাকে অনেক আদরে বরণ করেছিল
হাতের মুঠোয় চেয়েছিলাম চন্দ্র-সূর্য,
আমার নরম শরীর শক্ত হয়েছে মাত্র
দু'পায়ে দাঁড়াতে শিখিনি আজও
শেখানো বুলিতে বুলি আওড়াই
গ্রাস গ্রহণ করি পরভোজী হয়ে
শিক্ষায় রাজসাক্ষী হতে শিখেছি
দরিয়ায় দাঁড়িয়ে ঝোল টানছি
আপত্তিকর বাক্যও গায়ে মাখি না,
তবুও আমাকে চলে যেতে হচ্ছে
চলে যেতে হচ্ছে অসময়ে একাকী
আচ্ছন্ন তীরন্দাজী তার অজ্ঞতা দিয়ে
রেখে যাচ্ছে এই সুইসাইড নোট -
বিবেকের অদৃশ্য হাত টিপে ধরেছে গলা
প্রতিরোধ ভেসে যাচ্ছে নীল রক্তস্রোতে
আমার মৃত্যুর পর যদি ভোর আসে
সেই হবে আমার স্বেচ্ছা মৃত্যু বাসর!