( ৬ই জুলাই ২০১৫ : দিল্লীর সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী : "অবিবাহিত মাও সন্তানের অভিভাবক" - সেই মা ও মেয়ের উদ্দেশ্যে লেখা আমার কবিতা )


আমি আজকের কুন্তি পুত্রী কণিকা :
কোনো বিচ্ছিন্নতা আমাকে গ্রাস করেনি
লজ্জাও ভাসায়নি ভেলা অবজ্ঞার স্রোতে।
আমার জন্ম কোন্ পুরুষের ঔরসে
সে  কথা আমার   জানা  নেই,
আমি শুধু জানি আমার মা'কে --
যিনি আমায় পৃথিবীর আলো দেখালেন
খিদের অন্ন মুখের ভাষা আর মমতায়
আমার জীবন প্রদীপ হয়েছে প্রজ্জ্বলিত।
একটি প্রাণের থেকে আরেকটি প্রাণের
অস্তিত্ব স্বীকারে নেই কোনো লজ্জা ।
এই দেশে আমিই হবো প্রথমা
আমার মা'য়ের কিংবদন্তী পদক্ষেপের দূত,
সমাদৃত পুরুষ শ্বাসিত সমাজে বরণীয় !
কোনো দু:খ কোনো কষ্ট লাঞ্ছনা
যাকিছু আমার জন্যে নয় সূত,
মমতায় ভরা মা'য়ের দু'টি চোখ
খোঁজে তিতিক্ষার মাঝে মাতৃত্বের আস্বাদ,
অন্ধকার ভেদে আগামীর সূর্যদয়ে ধ্বাত্রী
আমার মাতা, জননীই আমার পিতা,
পুষ্পাঞ্জলী শুধু তারি পায়ে নমি --
মা বলে ডাকি দেবী রূপে মানি
বন্দিত হয় যেন বিশ্ব জগত মাঝে !