আমার চেনা গোপালবাবু
খুশির মানুষ বটে
খেয়েছে পান পুড়েছে গাল
তবুও যাবেন মঠে,
থাকেন সেথা মালতী দেবী
নিত্য ভোগ পূজাপাঠে
রূপের মোহে দোলে গোপাল
অপেক্ষাতে দিন কাটে -
প্রসাদ কখন পাবে তিনি
কখন আলাপ হবে
বলবে কথা প্রাণের ব্যথা
সুদিন আসবে কবে,
এমনি করে বছর পাঁচ
ভাবতে ভাবতে পার
যখন বয়স হল ত্রিশ
রমনী খোলেন দ্বার -
অবাক চোখে গোপালবাবু
দিলেন গলায় হার,
মালতী পেল নিজের ঘর
বুঝলো জীবন সার!