আমি প্রত্যাশা নিয়ে হাত ধরতে চাইনি
ভালবেসে নিজের করতে চেয়েছিলাম
নিজেকে উজাড় করে বিলিয়ে দিতে চেয়েছিলাম
সকল অন্যায়ের ক্ষমা নেই জেনে শাস্তি চেয়েছিলাম
পাপ-পূণ্যের দূরত্ব ভুলে জ্ঞান চেয়েছিলাম
সব চাওয়া-পাওয়ার মাঝে নিজেকে হারাতে চেয়েছিলাম,
অথচ পৃথিবী আমাকে শেখালো যেদিন -
নিয়ম করেই জীবনের সুর বাঁধতে হয়
অন্তরে ব্যথা অন্তর দিয়েই বুঝতে হয়
ভালবাসার আগে নিজেকে ভালবাসতে হয়
সেইদিন থেকে আমি পৃথিবীতে মাটি হলাম
আর সকল যন্ত্রণা নিজের করে নিলাম।