কোথায় আছো রবি ঠাকুর
কোথায় তোমার বাড়ি?
লিখতে নাকি কাব্য কথায়
সফল জীবন সারি।
কোথায় গেল কলমখানা
আমিও ঠাকুর পারি,
লিখবো কথা দেখবে তুমি
না পড়লে, যাও আড়ি।
চাষির ছেলে চালাই ফাল
চড়েন ঠাকুর গাড়ি,
তবুও থাক হৃদয় মাঝে
নয় যে সুদূর পাড়ি!