ক্ষ্যাপাটে বোকাটে হেঁকাতে পাগলাটে
গৌরচাঁদ বিপ্লব সদানন্দ চৈতন্য গোপাল
আরোও অনেক নামে অভিহিত আমি
কাজ একটাই, ঘরের খেয়ে বনের মোষ তাড়াই।
এই যেমন ধরুন -
কারুর রেশন কার্ডের জন্য ফর্ম ফিলআপ
বেকারদের জন্য চাকুরীর দরখাস্ত লেখা
স্কুলে স্কুলে বৃক্ষরোপনে সক্রিয় অংশগ্রহণ
হাসপাতালে রোগীর জন্য লাইনে দাঁড়াই
ভোটের সময় বাড়ি বাড়ি নেতার হয়ে আবেদন
পূজার সময় চাঁদা আদায় করে দেওয়া পর্যন্ত
এমনকি প্রেমপত্র প্রেরণে পোষ্টমাষ্টার,
সে কারণে ছয় থেকে ষাট সবাই চেনে
আসলে সবাই চায় নিজের কাজ গুছোতে,
আমিওতো তাই চাই, সেটা কেন বোঝেন না!
এ যাবৎকাল, মানে বিগত কুড়ি বছরে
প্রায় দুই শত কুড়ি জনের যোগাযোগে লাভবান
এখন গাড়ি বাড়ি অর্থ কোনটার নেই অভাব,
চুপচুপি বলে রাখি, টাকা চটায় খাটাই
আশাকরি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়
ঠিকানা রামনগর পশ্চিম পাড়ার দক্ষিণ
ঘটক বিদায় মাত্র কুড়ি হাজার টাকা,
বাজার দর ওঠা-নামা হলে আছে ছাড়!
            ********
সারকথা - "যদি আয়নায় মানুষের চেহারা দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতায় ব্যস্ত থাকতো।"