যদি বলি মিথ্যা বলছো, উত্তরে না 
যদি বলি দেশের জন্যই জীবন, উত্তরে না 
যদি বলি মনের জন্যই ভালবাসা, উত্তরে না 
যদি বলি দুঃখ ভুলতে নেশা, উত্তরে না 
যদি বলি অভিনয় ভণ্ডামির জন্য, উত্তরে না 
যদি বলি সন্তান ভবিষ্যতের জন্য, উত্তরে না 
যদি বলি অর্থই অনর্থের মূল, উত্তরে না 
যদি বলি মরণ স্বাভাবিক, উত্তরে না 
যদি চাই মেঘ বিহীন বৃষ্টি, পাবো না 
যদি চাই কর্ম ছাড়া ফল, পাবো না 
যদি চাই প্রেম, মিলবে না 
যদি ধরি কলম, মূল্য দেবে না। 


আমি কোন স্তাবক অথবা নিন্দুক নই 
নই কোন নাম করা শিল্পী বা অভিনেতা 
গায়ক বা সমালোচকও নই আমি 
সাধারণের ভিড়ে হারিয়ে যাওয়া এক বুদবুদ 
অথবা অমানুষ নামেও অভিহিত করতে পারেন, 
কারণ সবকিছু যখন হিসাবের বাহিরে 
আমি তখন মান-হুঁশ হয়ে সত্যি বলি কি করে! 


তবে কেন শুনবো গান, কেন বলব সত্যি কথা? 
শুধু নেশার জন্যই নেশা, ভালবাসা মানে শরীর 
কার্যসিদ্ধির জন্যই অভিনয়, সন্তান শরীরের চাহিদা মাত্র 
অর্থ ছাড়া স্থান নেই অপদার্থের, আর মৃত্যু - 
সে তো বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া ফুল, 
অপ্রত্যাশিত যাকিছু একদিন নশ্বর হবেই 
হাত থেকেও কাজ মেলে না, মিললেও পারিশ্রমিক নেই 
আর প্রেম অপভ্রংশ হয়ে এখন প্রথা মাত্র 
নব নব সৃষ্টি ধ্বংস স্তূপ হাতড়েই হয় ভূমিষ্ঠ। 


জানি, খুব বিরক্তিবোধ করছেন আমার কথায় 
কিন্তু এই কথাগুলি যারা আমাকে দিয়ে বলিয়ে নিল
অথবা আমি বলতে বাধ্য হলাম 
আমি তাদের নাম বলতে বাধ্য নই 
বাধ্য নই ভণ্ডামির মুখোশে অসাধারণ হতে, 
আর কয়েক সেকেণ্ড পরেই সবশেষ - 
একটি মানব বোমার ক্ষণস্থায়ী জীবন, 
ইতিহাস মুখ ঢাকবে কি না জানি না 
তোমরাও কি ফিরিয়ে নেবে মুখ? 
উত্তরের অপেক্ষায় আর কতটা সময়... 
আমার সীমানা ছাড়িয়ে যতদূর যেতে চাও, যাও...
ছিন্নভিন্ন লাশ ও গরম রক্তের ফোয়ারায় মধ্যে
প্রতিধ্বনিত হবে - "রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না" 
জানি, উত্তর যখন মিলবে আমি তখন থাকব না 
শুধু এইটুকু আশা, তোমাদের উত্তর হোক "না"।