সাত সমুদ্র তেরো নদী পার হয়ে থেমেছিলাম,
এখনই আবার পথ চলা হল শুরু -
যেদিকে তাকাই দেখি, আস্থা স্থির মৃত্যুতে
জন্মের শুভলগ্ন থেকেই মৃত্যুর হাতছানি;
চড়াই-উৎরাই পথে হিংসা বিদ্বেষ
আর লোভের আগুনে পুড়ছে মৃত্যু,
নক্ষত্রও হারিয়ে ফেলেছে তার গতিপথ
হারিয়ে ফেলেছে তার নিজস্ব আলো-উত্তাপ
এখন সন্তাপে সন্তাপে পথ পরিক্রমায় ক্লান্ত,
ধ্বংসের খেলায় মেতে উঠেছে বুদ্ধিজীবী
কোমল প্রাণের অঙ্কুর আজও বিকলাঙ্গ,
রক্ত আর ক্লেদ থেকে হামাগুড়ি দিয়ে
জন্ম নিক হাজার হাজার আদর্শ মৃত্যু,
আমি আজও খুঁজে ফিরি অব্যাহতি
জন্ম নয়, মৃত্যুই হোক মহান এক দান!
             ********