মনে কর …
তোমাকে বলা হল চোখ বন্ধ কর
যখন নির্দেশ পাবে তখনই খুলবে
তুমি আগে-পিছে কিছুই ভাবলে না
বিশ্বাস করলে একজন মানুষকে
নিজের চোখ বন্ধ করে নিলে,
যখন চোখ খুলতে বলা হল
তখন তুমি তার থেকে অনেক দূরে
অথবা সে তোমার থেকে দূরে সরে,
তোমাকে টপকে সে অনেকটা উঁচুতে
তুমি তার থেকে বেশ খানিকটা নিচে
এভাবেই তোমার প্রতিভাকে ধ্বংস করা হল,
কিন্তু চোখ খোলার পর তুমি দেখলে
পথ অনেক উপরে উঠে যাওয়ার –
দুর্বলতার সুযোগে রাস্তা পার করে দেওয়া
মিছিরির ছুরিতে বিশ্বাসঘাতকের আপ্যায়ন
বিষক্রিয়া বা স্লো-পয়জেনে বন্ধুত্ব স্থাপন
অথবা প্রেম নয় শরীর বিনিময়ে আশক্তি
কিংবা নির্লোভ ব্যক্তির কাধেঁ চড়ে লোভ সম্বরণ
নয়তোবা তোষামোদে পাঁচিল পর্যন্ত পৌঁছালেও
স্তাবকের ভিড়ে নিজের পথ যখন খুঁজে বেড়াচ্ছেন
ঠিক তখনই বাস্তবের পথে হোঁচোট খেয়ে ঘুম ভাঙে,
স্বর্গে যাওয়ার কোন রাস্তাই ছিল না কোনদিন
তাহলে কেন মিছে খুঁজে মর কাঁচের স্বর্গ!
সময়কে দাও অপ্রয়োজনীয় অপ্রতুলতা
সাক্ষী থাকুক তোমার মনের সবুজ সাথী।
            *********
সারমর্ম লিখলেন কবি খলিলুর রহমান -
বিশাস করে চোখ বন্ধ না করলেও কিন্তু বিশ্বাসঘাতক বা প্রতারককে চেনা যায় না ! তাই চোখ বন্ধ করার দরকার আছে - তাতে ঠকলেও লোকসান কম !