আমাকেতো চেনোই আমি ন্যাড়া
          ঘুরিফিরি টপকে যাই যে বেড়া,
মাঝে যদি ফাটে আমার মাথা
          ভুলে গিয়ে আবার যাইগো সেথা।


বেলতলাতে ঘুরছি কত শত
         কুড়িয়েছি মাথা করে নত,
বেলের কদর করবে তুমি ভাই
          বিধান চন্দ্র রায় বলেছে তাই।


কাঁচা-পাকা সবখানে তার গুণ
          যেমনটি চাও খাও যে দিয়ে নুন,
আমার কাছে আছে তেমন বেল
          গুণেমানে ভরা, চলছে  সেল।


      *******


সারকথাঃ- ভাল জিনিস অল্পতেই ভাল।