(উৎসর্গঃ- কবি মোঃ ফিরোজ হোসেন মহাশয়কে)


বাজারে এখন বেশ সস্তা পুরানো ৫০০ আর ১০০০ টাকার নোট
তারই সঙ্গে গদি বজায় রাখার জন্য সাধারণ মানুষের ১টি ভোট,
আলু-পেঁয়াজ, তেল-নুন সব দরকার, আর কাজ-কারবার
চলছে তালে তাল রেখে, মাঝে শুধু সপ্তাহে ব্যাঙ্ক একবার,
বলছে ওরা লাইনে দাঁড়াও শান্ত ভাবে, পাবে টাকা পাবে
আমরা বলি চুলোয় গেল কাজ, কি যে হবে! কবে হবে?
সবুর,মাত্র ৫০দিনেই ভালোয় ভালোয় সবই মিটে যাবে।
ওরা বলছে লাইন সবখানেতেই, ঝামেলা এমন কিছুই নয়
রেশনে লাইন, অটোতে লাইন, ফ্রী জিও নিতেও লাইন রয়
হে হে, তবে বাপু কালো টাকা খুঁজতে যে একটু দেরি হয়!
বেশ মেনে নিলাম রাজার কথা, জানি তুমি দেশের ভাল চাও
তবে কথা দাও, কেঁচো খুঁড়ে কেউটেকে তুমি গিলে না খাও!
                 ===========


সারকথা - দেশ সেবকের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা।