আমারে চিনতে লাগছেন গ'
হেই সেবার কত্ত মাইরলেন
মনে লাই আপনদের ?
সেদিনট ছিল ১৫ই আগষ্ট
সময়ট সন্ধ্যে ছ'টা হবেক -
আমি তখন বস্তা ভরে লিয়ে
তুমাদের পাড়া থেকে বেরিয়ে যাচ্ছি
এমন সময় তুমরা ছুটে এলে
চেঁচিয়ে চোর চোর বলে
তাড়া কইরতে লাগলে আমারে,
আমিও ভয় পেয়ে ছুট্ মারলাম
তারপর একসময় ধরে ফেললে
মারলে গালে একটা চড়
আমি কিছু উত্তর করলাম লাই
আবার মারলে অন্য গালে চড়
তারপর বুকে পিঠে নাকে মুখে
মারতে মারতে রক্ত বার করলে
আমি তখনও প্রতিবাদ করিলাই,
হ্যাঁ গ' আমি বাপুজীর দ্যাশের লোক
নেতাজীর দ্যাশের লোক বটে,
আজ আবার ফিরে এল ১৫ই আগষ্ট
এবার তুমরা যতখুশি মার
আমার কোন দুঃখ লাই তাতে
সরকারি হাসপাতালে নাম দিয়েছি
আমার মরণের পর দেহটা ওদের
আমার বলে কিছুই লাই গ'
তবে এই বস্তায় যাকিছু আছে
এ আমার জম্মগত অধিকার
এগুলিকে তুমাদের পায়ের তলায়
মিশে যেতে দেবক লাই আমি।
কি কইলেন? ছাঁইপাঁশ কি আছে বস্তায়?
এতে আছে ছোট ছোট কাগজের স্বাধীনতা
যা রচিত হয়েছিল রক্তের বিনিময়ে
আমাদের দ্যাশের জাতীয় পতাকা
আমাদের সংগ্রামের অর্জিত সম্পদ,
এখন মারতে পার আমারে আবার
আমি মরলে আমার দেহটা তোমাদের
না, কোন নাম লাই গ' আমার
লোকে ডাকে কাগজ কুড়ানি,
শুধু একটা অনুরোধ রাখি
পতাকার সম্মান তুমরা রেখ
মাটিতে মিশে যেতে দিও লাই কখনোই!