তোমাদের সাথে হয়েছিল দেখা তার?
কি যেন নাম তার আজ ভুলে গেছি !
সে বলেছিল আজীবন বেঁচে থাকবে
আজীবন ভালবাসার কথা বলে যাবে,
আমৃত্যু কষ্টকে মেনে পথ চলবে
অসীম আনন্দে ভরে দেবে জীবন,
কিন্তু আজ আর তার দেখা নেই
সে কোথায় আছে তোমরা জান?
তবে কি কবিতার খাতায়
মরা মাছির ন্যায় নিষ্প্রাণ,
তবুও কথা বলে নিঃশব্দে
অনুচ্চারিত এক ভঙ্গিমায়,
তার রূপ-রস-প্রাচুর্য্য
হারিয়ে গেছে নেশায়,
রাজপথ থেকে গলিতে
মুখ থুবড়ে পড়ে আছে,
তাকে তোমরা চেন না
সে একান্তই আমার
তাকে ফেলেছি হারিয়ে,
আমি মৃত প্রাণ এক!
তোমরা তাকে চিনে নিও
দেখবে তার গায়ে আঁকা-
উন্মোচনের শেষ রক্তপাতে
নিস্কৃতির আগুনে পোড়া
কামনা-বাসনার মরদেহ!