এখানে আর নয়
গ্রামের মাটি ছেড়ে
এবার শহরের পথে
পা বাড়াল ওরা,
ওরা কারা ?
ওরা অবহেলিত প্রাণ
ওদের কিছু নেই
স্থান নেই কাল নেই
খাদ্য নেই বস্ত্র নেই
শিক্ষা নেই ইজ্জত নেই
মান নেই মর্যাদা নেই
নেই প্রেম নেই প্রীতি
আছে শুধু রক্তের বন্ধন
ওরা চিরকাল উপেক্ষিত,
অভাবের তাড়নায় ভেসে
বিক্ষীপ্ত কিছু পথহীন প্রাণ!


দু’হাত উন্মুক্ত রেখে
ওরা চোখ মেলল
দূরের আকাশে,
আকাশে ভারী মেঘ জমেছে
বৃষ্টি নামবে এখুনি
পা চালিয়ে চল
দেরি করা যাবে না
দেরি করলেই বিপদ,
কত দূরের পথ
কুড়ি মাইল রাস্তা,
পায়ে হেঁটে… পায়ে হেঁটে…
ক্লান্ত ছেলেটি বলে ওঠে
আর কত দূর যাব?
এবার কোলে নাও বাবা,
খিদে আর তৃষ্ণায় গলা ফাটছে
তবুও কাঁধে তুলে নিল ছেলেকে
কাঁচা রাস্তা পার হয়ে অবশেষে
সড়কের পথে পা রাখল ওরা,
এখন আর ভয় নেই এখানে
অঝোরে নামুক বৃষ্টি ফুটপাতে।
এবার ট্রেনে চেপে কলকাতা যাবি
ওখানে সবাই খুব সুখে থাকে
কাজ মিলবে ভাত মিলবে
থাকার জন্য ফুটপাত পাবি
কত লোকের গোটা জীবন
কেটে গেল বৃষ্টি ভেজা
বেহিসাবী ওই ফুটপাতে!