(উৎসর্গঃ- আসরের সকল কবিগণের প্রতি)


প্রদীপের শেষ আলোর মত
উজ্জ্বল হয়ে আছ হৃদয়ে,
সময়ের হাতছানি ডাকে আয়
যেতে হবে জেনে পা বাড়িয়েছি
বন্ধুর পথে বিলম্বের প্রতিধ্বনি,
আরো অনেকটা পথ চলার বাকি
সন্ধানী চোখ খুঁজে বেড়ায় তোমাকে
তুমি দিয়েছ আমাকে প্রত্যাশা
দিয়েছ উন্মুক্ত প্রেম অবিরাম,
আমি আবিষ্ট ছিলাম তোমাতে
একান্তে গভীর ভালবাসার স্পর্শে
অনাবৃত ফসলের অঙ্কুর বুনেছি
ধূসর বেদনার অশ্রুতে মেখেছি
বিশ্বস্ততার আলিঙ্গনে সুখ তৃপ্তি
মনের সন্তষে হয়েছে পরিচয়
এইতো সেদিন - আজও অমলিন!
আমার ঠিকানা অন্তরে তোমার
লিখেছে যত কথা অনুরাগে
যেন সঞ্চিত আছে মর্মমাঝে,
তুমি প্রেম আমি পাপাচারী
উৎপীড়ন জ্বেলেছে অস্থিরতার কান্না
কালস্রোতে ভাসিয়েছি অজয় ভেলা
ভেঙে গেছে পাড় উন্মাদনায়,
শান্ত লহরী বাজে রিনিঝিনি
এসেছি তোমার দ্বারে আমি পরিতোষ
তুমি কি দেবে না আমায় সাড়া
ক্ষমাসুন্দর চোখে তোমার আলয়ে!