মুখুজ্যে বিরক্ত হয়ে
বাঁড়ুজ্যেকে বললে --
অনেক হয়েছে কাব্য
এবার আসর ছাড়ো
লিখবে এখন নব্য
কঞ্চি বাঁশের দড়ো,
যেখানে খুশি যাও
আগে গেছে যারা
ওদের পিছু ধাও
আসছে যেন কারা!
তোমার হল সারা
ওদের হোক শুরু
নব্য লেখক যারা
ওদের মানো গুরু।
একান্তই যদি লেখ
গদ্যেই ফিরে এসো
পদ্য লিখে লাভ কি
ভরবে কি পকেটটি?
কর্মখালি দেখে নিও
দরখাস্তই শুধু দিও,
সংবাদ পত্রের ফিচার
বাঁড়ুজ্যের হোক দরবার
মাঝেমধ্যে লিখ অল্পস্বল্প
শরীরের রঙ চড়িয়ে গল্প
খেয়ে যাবে পাঠক ভাই
নইলে টা টা বাই বাই,
দরজা  দিলাম খুলে
লেখ তবে হেলেদুলে
আনন্দ পেতে যদি চাও
ভিক্ষা পাত্রে উপেক্ষা নাও,
এখন যারা আসবে আসরে
তিমিরভেদী আলোক বাসরে
কোনরকম এন্ট্রী ফী নাই
মুখুজ্যে আমি খাতির চাই!
      ******