প্রশ্ন-উত্তরের জীবন
হিসাব-নিকাশের বাইরে
যাকিছু প্রাপ্তি হয়
লিপিবদ্ধ খতিয়ানে
বাকিটা অসংরক্ষিত,
বিচার্য্য ফলাফল -
কি পেলাম কি দিলাম,
উভয় থেকে উভয়ের
তারতম্যের রেখাপাত
জীবনের উৎকর্ষতা সাধন।
শক্তি-সাহস বোধ-বুদ্ধি
ন্যায় ও নীতির ভিত্তিতে
ভাঙা-গড়ার পেক্ষাপটে
খ্যাতির বিড়াম্বনা নয়,
অখ্যাতির সোপানে তৈরী
ভঙ্গুর কর্মফল লাভে
নিজেকে জানার অঙ্ক
যখন অসমান হয়
তখনই উভয়মেরু
হারায় ফুৎকারে!