(উৎসর্গঃ- কবি শাহীন আহমদ রেজা)


মিল বা দেশি যেটা হোক
কম বা বেশি কেনে লোক,
রোগ বা ঝোঁক বাড়ে ভোগ
খেয়ে না খেয়ে হয় শোক!
যতসব আজগুবি কথা
দুৎত্তর নেই মাথা ব্যথা,
আছে তাই করি খাই খাই
খালি পেটে কোন মজা নাই।
খোঁজাখুঁজি চলে সাচ্-বাত
রাত ফুরলে খুঁদের ভাত,
চলো সবে সেই পথে ভাই
ঝোল টেনে বল গুডবাই।
আরোকিছু আছে নাকি দাদা -
শুনে রাখো মোর শেষ কথা,
ঠকঠকালে মিলবে না ঘি'
তাই ভালবাসা নয় ফ্রী!