মুখে আমার জ্বলন্ত সিগারেট প্রকট
একটু একটু করে পুড়ে ছাই হচ্ছে
মুখ পোড়েনি, ধোঁয়া মিশেছে ফুৎকারে
হাতে এখন শেষ আগুন অস্তমিত,
যারা বাক্সে বন্দী ছিল একসাথে
তারা এখনও বন্দীদশায় অপেক্ষমান
এখনই নয়, আরোও একটু পর -
আগুন জ্বালাব ওদের বসত ঘরে
ওরা পুড়ে ছারখার হয়ে যাবে,
ঘনায়মান বিষ-বাষ্পের উপাদানে
প্রাণ শক্তিতে ভরা প্রশ্বাস মৃত্যু-সুখ
আর নিঃশ্বাসে হবে নব-জন্ম লাভ,
দেখা হবে আবার অপরিচিতের ভীড়ে
পরিচিত জনতার সরণীতে একা একা!