পাঁচ'শ টাকার একটি নোটের আয়ু
বড় জোর এক ঘণ্টা মাত্র,
একহাতে অর্ধেক খালি ব্যাগ্
অন্য হাতে বেঁচে যাওয়া
দশটি টাকার মূল্যবান লাশ,
আজকের হিসাব-খতিয়ানের অঙ্ক
সযত্নে লিখে রাখে বিধুবাবু।


কলেজের ফাইন্যাল পরীক্ষার দিন ধার্য্য হয়েছে
হাতে মাত্র এক পক্ষকাল সময় --
নিয়ম ভেঙে দশ ঘণ্টার কাজ চলছে
হপ্তা শেষেও অঙ্ক মেলে না,
চোর-পুলিশ খেলাতো ভুলেই গেছি
এখন দেখি কার্টুন ছবির হেঁয়ালী
''ধর্মঘটের ডাক'' - অলীক কল্পনা মাত্র।


সাজানো গোছানো সংসার আমাদের
গরমিল নেই, আছে জোড়াতালি
নিজেকে নিয়ে ব্যস্ত যখন সবাই
দেশের হাল ধরবে কারা ?
বোঝাপড়া আর বেচা-কেনার ফর্দে
অঙ্কের বৃহত্তম সংখ্যা খোঁজে পদাধিকার,
সময়ের প্রতিধ্বনি মুখ ঢাকে ইতিহাসের পাতায়!