*** (ভাব সম্প্রসারণ করুন) ***
          (অনুরোধ মাত্র)


হিসাব গেছে বাহিরে
হয়েছি আজ ঋণী -
তুমি আছ অন্তরে
তবু কুহেলী ধ্বনি!
   .........


* ভাব সম্প্রসারণ করলামঃ-


''চলাচল'' বা ''উত্তরণ'' জীবনে এই পথ সবাইকেই মাড়াতে হয়। কিন্তু পথ চলতে গেলে আসে ভাল / মন্দের ভীড় অর্থাৎ বন্ধুর পথ! তাকে অতিক্রম করেই এগিয়ে চলার নামই উত্তরণ বা চলাচল। সেখানে ভালবাসাতেও বদনাম হতে পারে ... কিন্তু সেই ভালবাসাকেই সম্বল করে গড়া ক্ষেত্র বা ঘর জীবনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন। সব কুয়াশা তখনই কেটে যাবে, যখন তুমি-আমি পরস্পর পরস্পরের কাছে ঋণী অর্থাৎ কৃতজ্ঞতাপাশে বদ্ধ। ''এক জীবন আর এক জীবনের জন্যই'' - এই হিসাব বা চিত্রণ জাত-ধর্ম-বর্ণ সমস্ত বাঁধা-নিষেধের উর্দ্ধে!


... কি, আমার লেখা আর কথা ঠিক আছে তো ? নাকি, আপনি অন্য কিছু বলবেন?