আমি-তুমি-আমরা সবাই
হেঁটে চলেছি মৃত্যুর মিছিলে -
তোমরা সবাই নিখুঁত সাজে
আর আমি উলঙ্গ শরীরে,
আমার অনেক তফাতে তোমরা
বড়ই বাদ্যহীন আজ আমি ।
তোমাদের অহমিকা-গরিমা-আভিজাত্য
আমাকে কোনদিন স্পর্শ করেনি,
এযাবৎ চর্চা জ্ঞান আহরণে
আমি চলেছি অজানা অন্ধকারে -
নিজেকে প্রস্তুত করতে নির্লজ্জ
অমানবিক তত্পরতাহীন ভণ্ডগোত্রে,
উত্পীড়িতের হাতে খুঁড়ছি কবর
তোমরা আছ সারি সারি মৃতদেহে!