তোমরা যত পথ হেঁটে এসেছ
আমি রয়েছি ততটাই পিছনে,
ক্লান্ত যাত্রার পদছাপ নিয়ে
হঠাৎ তোমরা যখন পরিশ্রান্ত
আমার পথ চলার শুরু --
পথের প্রতিটি বাঁকে দেখেছি
অবজ্ঞা, ঘৃণা, হিংসা, লোভ
প্রলোভন আর ক্লেদাক্ত শরীরের অবক্ষয় ।
ঐ পথ দিয়েই আমি চলেছি হেঁটে
আমার শরীরে আগাগোড়া বারুদের স্তূপ
আমি হয়তো তোমাদের অজান্তেই
একদিন বিস্ফোরিত হয়ে উঠবো --
তারপর নতুন সম্ভাবনাময় আলোকদীপ্ত
উজ্জ্বল কর্মজীবনে খুঁজে পাবে আমাকে
তোমরা চমকে উঠবে নিজেরাই
নিজেদের বীভৎস মুখছবি দেখে,
তোমাদের দেখানো পথে নব-আগন্তুক!