শব্দ ও অক্ষরে গড়া আমার শরীর
প্রতিটি রেখায় প্রতিবাদের স্রোত বহমান
আছে দুঃখ     আছে কষ্ট
আছে যন্ত্রণা    আছে ক্ষোভ
তবুও ফুল ফোটে আশা জাগে
বর্ণহীন বিষাক্ত নিঃস্প্রভ জীবনে
আধুনিক ভগ্ন সভ্যতার আবর্তনে
কবির কলমে ঝরে রক্তপাত
অবিশ্রান্ত সে প্রখর ধারা
ক্ষয়িষ্ণু চেতনায় প্রত্যয় যায় ম'রে
অমানবিক পোষ্টারে লেখা হয়
মনুষ্যত্বের কলঙ্কিত এক কাহিনী
দাঁড়ি কমা অগ্রাহ্য করে
বিষ্ময়ে জাগে আগামীর সূচনা
বলিষ্ঠ্য পদক্ষেপে নব-বার্ণিক
জন্ম নেয় ক্ষমাহীন বশ্যতা!