আমি খুব ভালবাসতাম আমার মা'কে
তার অধরে আমার ঋজুরেখা আজও উজ্জ্বল --
তার বুকের সুধা পানে আমার বেড়ে ওঠা
তার কোলে ঘুমপাড়ানির গানে ঘুমিয়ে পড়া
তার স্নেহ আর মমতায় চেতনা হয়েছে জাগ্রত,
তার শাসনে ধীরে ধীরে বিকশিত হয়ে ওঠা
তার বোলে মাতৃভাষায় জাগরণের গান গাওয়া,
তার হাত ধরে আমার পথ চলতে শেখা
তারই রক্তে মাংসে গড়া আমার জীবন
যে জীবন শুধুই মা'য়ের জন্য বলীপ্রদত্ত!


যখন আমি পেয়েছি ভয়, তিনিই দিয়েছেন সাহস
যখন আমি যন্ত্রণায় কাতর, পেয়েছি শীতল সোহাগ
যখন হয়েছি উন্মাদ, পেয়েছি স্থিরতা তারই দর্শনে
কোন ব্যবধান কোন সংশয় আজ নেই কোন ক্রন্দন,
সে যে মাতৃঅঙ্ক শতরূপে ঈক্ষিত নাড়ী ছেঁড়া বন্ধন!


হে আমার মা, হে আমাদের জননী জন্মভূমি
বারে বারে তোমারি কোলে পেতে চাই স্থান,
আমরা সহোদর তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
রতন - মুজিবর - ভগৎ আমরা তোমারি খুনের অগ্রদূত,
চাই শেষবারের মত বিস্ফোরিত উৎপত্তির প্রতিবাদী রূপ!


অসহ্য যন্ত্রণা নিয়ে আজও আছ তুমি জীবিত
ভালবাসার রঙ এখন ফিকে ঋণে হয়েছ জর্জরিত,
বিদেশের হাতে সমর্পিত তোমার শরীরের অঙ্গ-প্রতঙ্গ  
তোমাকে যারা লোভের আগ্রাসে করছে বিক্রীত আর বিকৃতি,
যারা তোমাকে আবারোও করতে চায় খণ্ড খণ্ড --
যারা চায় তোমার শরীরে দাসত্বের শৃঙ্খল পরাতে
আমরা চাই তাদেরই শোণিত, উর্বর গর্ভপাতের অপেক্ষায় --
স্বদেশ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন চায় !