প্রতিটি শব্দ গঠন হয় এক একটি অক্ষরে
প্রতিটি জীবনের আদর্শ ভিন্ন ধারায় উজ্জ্বল,
প্রতিটি উদ্ভিদের একই বর্ণে ধাঁচে বেড়ে ওঠা
প্রতিটি মানুষের চলাচলের শৈলী বৈপরীত।


যে শব্দ একা              মৌ,
যে জীবন একা           সন্ন্যাস,
যে উদ্ভিদ নয় একা      পরস্পরের        স্বভোজী ও পরভোজী,
যে মানুষ নয় একা       উভয়ের            নারী ও পুরুষ।


বৈচিত্রে ভরা জগত্ সংসার
আপন হৃদয় সবার সভায়,
আপন ভেবেই বাহিরিতে চায়
ত্যাগের ব্রত পালন করে ধায়।


উদ্দেশ্যপ্রণীত     বিপ্লবে
সহজাত           অধিকারে,
অনুকরণে         সম্ভোগে
সাম্যবাদে         অধিষ্টিত।


তথাপি     প্রবাহমান
অন্তহীন    পথ চলা...!