(বর্তমান শহর কলকাতার চিত্ররূপ)


সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা বৃষ্টিপাত
বর্জ্রের প্রবল আর্তনাদ আর আলোক দ্যূতি,
জনস্রোতে পূর্ণ নগর প্রতীক্ষার ভঙ্গিতে
বিস্তৃর্ণ সড়ক চোখ মেলে লেখে কাহিনী -
দিকদিগন্ত ঝাপসা কালীমায় লীপ্ত
ইতিহাসকে উপেক্ষা করেও চলে
জীবন আর যৌবনের চাহিদা,
রক্তচক্ষু তারি সাথে লালসা
দেশকে বেচার আয়োজন,
চোরাচালানে নষ্ট নীড়
মুখোশে শিশু পাচার,
ভণ্ডামীর আড়তে
চুরি ছিনতাই,
নারী-ধর্ষণ
বেশ্যাবৃত্তি ,
অস্তিত্ব
হীন
স্ব!