[ সংযোজন "ভোঁট আইসছে" (২০।৫।২০১৫) ...তারপর...... ]
                   (৫০তম কবিতা)


আবার দিয়ালে বড়ই বাহার লাইগল --
নান রঙের ঝিলিক বটে
ত আইজ্ঞা উ গুলান কি লিখলেন গ'
ই গাঁয়ের অভাবের কুথা কিছু লিখলেন নাকি,
নাকি একে অপরের গায়ে কাদা ছেটাইলেন!
মুরখ্যু লোক আইজ্ঞা......পইড়তে লারি,
গত চল্লিশ বচ্ছর শুদ্দু খেলা দেইখলাম ...
বয়স ত কম হইল নাই --
তা......হব্বেক...... তিন কুড়ি পাঁচ বচ্ছর
অনেক আশার কুথা শুনাইছেন,
কিন্তু কামের বেলায় লবডঙ্কা
কত্তনা ভেলকী জানেন আপনারা
ইবার দিখাব ই বুড়া হাড়ের ভেলকী,
উ ছবি গুলানের পাশে আপনাদের ছবি'ট
সাদা ফুলের তোড়ায় ল্টকে...
ভোঁটের পর ইবার আবীর খেলা খেলবো গ'
ইখন তুলি হাতে আমারাও !