আমাদের অব্যক্ত এলোমেলো কথাগুলো
এক সময় কবির লেখনিতে কথা কয় :
যা আমরা এতদিন ধরে চেয়েছি
আজ তা আমাদের হাতের নাগালে,
প্রতিবাদের ভাষা একটাই --
সংগ্রাম চলছে চলবে
দাঁড়ি কমা সংকেত অগ্রাহ্য করে
শব্দের বিস্ফোরণে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে ।
চিত্রকরের তুলিতে বক্র হাতিয়ার
তরুণের রক্তে আন্দোলন জাগায়,
হিসাবের উভয় মেরু সমান হয়
নয়া শতাব্দীর সূর্য্য কিরণে !