মাত্র ছয় মাস আগে
ঘর আলো করে এলো
আমার পুত্র রুদ্রপ্রসাদ
বাড়িতে আনন্দের বন্যা  
নবজাতকের আবির্ভাবে।
সকলেই এনেছে উপহার –
কারো হাতে সোনার আংটি
কারোবা রুপার তৈরী মল
কেউবা এনেছে মিঠাই ,
নতুন বস্ত্র এনেছে কেউ
হরেক খেলনাও এলো
এলো প্রসাধনী অনেক।
নব পুষ্প মালায় সেজে
মামার আদরে কোলে বসে
ভাগ্নে খাবে আজ পরমান্ন
তাই এতো আয়োজন তার।
এলো সেই মাহেন্দ্রক্ষণ –
প্রস্তুত হলো অন্নের প্রসাদ
অবাক দুটি চোখ খোঁজে
মমতার নরম আলিঙ্গন,
তখনই তার মুখে দেয়
তুলে প্রসাদ' পুরোহিত
পরে মামাও দেয় ভাত,
ধান-দূর্বা  আর চন্দনে
আশির্বাদ সাথে উপহার।
কতো জেল্লা কতো জমক
কতো হাসি কতো গান
ভরে ওঠে মন প্রাণ ।
শুধু দুটি মুখ থাকে --
বঞ্চিত মৌনতার বাঁকে,
এদৃশ্য দেখিতে না পায়
অমঙ্গল বিধানে যে হায় !
তাই সবশেষে মাতা এসে
কোলে নেয় ভালোবেসে,
পিতা এসে প্রদীপের আলোতে
স্নেহের চুমা এঁকে দেয় কপালে !