এটা ভালো ওটা মন্দ
লাভ নেই তর্ক-দ্বন্দ্ব
এটা উচিত ওটা নয়
খাটো নাক কথা কয়,
ওটা ঠিক সেটা ভুল
কেযে টানে কার চুল
যা লিখি তাতেই গোল
অমূল্যে বিকোয় বোল,
বলবার আছে নাকি কিছু
শুনি বলে লোকে পিছু,
যাহোক একটা লেখ কেড়ে
সেটাও অন্যের পাত নেড়ে
অনুবাদ কিংবা রং চড়িয়ে
পাঠক যাবে অমনি গড়িয়ে,
কবিরা অনেক কথাই বলে
কদাচ সত্যিই  হয় ছলে --
তথাপি বিলীন শুধু পাঠে
নয় হাটে-মাঠে ও বাটে,
আসছে কেন এমন ছন্দ
কেবল যেন ধুঁযোর গন্ধ
চুলোয় যাক পান্ডুলিপি সব
পুষ্পের হাসি বড় ভালোবাসি,
বেতন মেলে কলম ঠেলে
পাঠক গেলে খাবো কি ?
দাবার চালে বোড়ে চলে
যুগের তালে কলম বলে
হুজুকে হয় লেনা-দেনা
কবির মাথা যায় কেনা,
সত্যি কথা বলতে মানা
মিলবে নাযে ষোলো-আনা
তাই কলম ছেড়ে দিয়ে
করলাম আমিও বিয়ে
গোলাপগুচ্ছ নয়রে ভাই
পাথর ভাঙ্গার শব্দ চাই
বন্ধু, এই জেনো উপহার
সদুপদেশে হলাম পার !