এবার শুধু হাসিই নয়
এসো প্রাণ খুলে কাঁদি,
কিসের জন্য এই কান্না
সেতো শুধু ব্যক্তিগত,
নাচ-গান হাসি-ঠাট্টা
ইচ্ছে করলেই কিনতে পারো
কিন্তু কান্না সে আমার !
তোমরা বলবে কান্না বাচ্চাদের
বড়দের ক্ষেত্রে সেটা লজ্জার,
আমি বলব একেবারেই না
কাঁদলে বাড়ে দৃষ্টি শক্তি --
অশ্রু করে ব্যাকটেরিয়া ধ্বংস,
মাথা ব্যাথা দুরে যায়
রোদন ভালো রাখে মন,
হতাশা জীবন দূর করে
শেখায় দু:খ সহ্য করতে,
দুর্বলতার বহি:প্রকাশ নয় কান্না
কান্না আবেগ প্রকাশের বাহন,
সাবান পরিষ্কার করে দেহ
কান্না ধুয়ে দেয় মন ---
জীবনে সবকিছুই হাল্কা হবে
প্রমাণিত এবার ডাক্তারী মতে।